চেন্নাই, ৩১ মার্চঃ বিমানসংস্থার নিরাপত্তা রক্ষীরা নিজেদের বিমান সেবিকাদের নগ্ন করে তল্লাশি করেন। বিমানসেবিকারা এমনই অভিযোগ করলেন স্পাইসজেটের বিরুদ্ধে। শনিবার সকালে এই নিয়ে চেন্নাই বিমানবন্দরে বিশাল হইচই করেন বিমানসেবিকারা।
বিমানসেবিকাদের অভিযোগ, উড়ান থেকে নামার পরই গত কয়েকদিন ধরে তাঁদের নগ্ন করে তল্লাশি চলছে। সোমবার এই নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডাকার আশ্বাস দিয়েছে স্পাইসজেট কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বিক্ষোভের জেরে দু’টি উড়ান ছাড়তে একঘন্টা দেরি হয়। স্পাইসজেটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কমল হিঙ্গোরানি জানিয়েছেন, বহু কেবিন ক্রু উড়ান থেকে পাওয়া অর্থ ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছেন। ফলে তল্লাশি চালানো হচ্ছে যা সংস্থার নীতির মধ্যেই পড়ে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pUFhkl
March 31, 2018 at 03:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন