নয়াদিল্লি, ৩১ মার্চঃ ১ এপ্রিল থেকে জাতীয় সড়কের টোল প্লাজায় ভাড়া বাড়ানো হচ্ছে বলেই জানিয়েছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। ভাড়া বাড়ানো হয়েছে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত। ন্যাশনাল হাইওয়ে ২-র প্রজেক্ট ডিরেক্টর মহম্মদ সাফি জানিয়েছেন, ‘সারা দেশ জুড়ে এনএইচএআই-এর অধীনে মোট ৩৭২টি টোল প্লাজা রয়েছে। প্রত্যেক অর্থবর্ষের শুরুতেই ভাড়ার রদবদল করা হয়। হোলসেল প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতেই এই ভাড়া পরিবর্তন করা হয়। একেক টোল প্লাজার ভাড়া একেক রকম হতেই পারে।’ ৩১ মার্চ মধ্যরাত থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pR8Cgc
March 31, 2018 at 02:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন