ত্রিপুরার রাজ্যপালের নামে রাষ্ট্রপতিকে ই-মেল

কলকাতা, মার্চঃ  মূর্তি ভাঙার বিষয়কে কেন্দ্র করে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ের টুইটকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷ শুক্রবার তথাগত রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে ই-মেলের মাধ্যমে অভিযোগ জানালেন বাংলার বুদ্ধিজীবী সমাজের একাংশ। বিদ্দ্বজনদের মধ্যে রয়েছেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নবনীতা দেব সেন, আবুল বাশার, জয় গোস্বামী, মনোজ মিত্র, প্রতুল মুখোপাধ্যায়, শুভাপ্রসন্ন, কবীর সুমন, গৌতম ঘোষ, এবং অন্যান্য।

বুদ্ধিজীবীদের পাঠানো অভিযোগে বলা হয়েছে, ‘ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় টুইটের মাধ্যমে যে সব কথা বলেছেন, তা একটি গণতান্ত্রিক দেশের কোনও রাজ্যপাল বলতে পারেন না। তথাগত রায়ের এই বার্তায় ত্রিপুরা সহ গোটা দেশেই উত্তেজনা সৃষ্টি হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে সাংবিধানিক দায়িত্ব পালন না করে তিনি হিংসায় প্ররোচনা ও মদত দিচ্ছেন।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2oXbp71

March 10, 2018 at 01:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top