কলকাতা, ০৪ মার্চ- আর কিছুদিন পরই রাজ্যে পঞ্চায়েত ভোট। শুধু প্রচারে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে কাজেও বিরোধীদের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে তার স্বীকৃতি দিল স্বয়ং কেন্দ্র। রাজ্যের গ্রাম্য এলাকার পাড়া বৈঠককে সারা দেশে মডেল করতে চলেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। মমতার ভাবনাকে স্বীকৃতি মোদীর! এই ধরনের বৈঠক কীভাবে অন্য রাজ্যের গ্রামীণ এলাকায় অনুষ্ঠিত করে উন্নয়নকে তরান্বিত করা যায়, সেটির একটি রূপরেখা তৈরি করে রাজ্যকে কেন্দ্রের কাছে পাঠাতে অনুরোধ করা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত দফতর এর উপরে কাজ করছে। এই ধরনের পাড়া বৈঠকের মাধ্যমে মানুষের মতামত নিয়ে গ্রামীণ উন্নয়নকে আরও নিখুঁত করেছে রাজ্য। যে মডেল এবার কেন্দ্র সারা দেশে অনুসরণ করতে চাইছে। কিছুদিন আগে কেন্দ্রের অধীন থাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতীরাজ-এর ডিরেক্টর জেনারেল কাজ্যে পঞ্চায়েতের কাজকর্ম দেখতে আসেন। দক্ষিণ ২৪ পরগনার হরিহরপুর ও বেগমপুর দেখে তিনি দারুণ সন্তুষ্ট হয়েছেন। সেখানে পাড়া বৈঠকে এলাকার মানুষের বিশেষ করে মহিলাদের উপস্থিতি ও উন্নয়নে অংশগ্রহণ দেখে তিনি রাজ্য সরকারের প্রশংসা করেন। আরও পড়ুন: ত্রিপুরায় জামানত হারিয়েছেন মমতার বেশিরভাগ প্রার্থী রাজ্যের কাজে খুশি হয়ে অন্য রাজ্যের জন্য নির্দেশিকা তৈরি করে দিতে তিনি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দফতরের কর্তাদের অনুরোধ জানান। এর আগেও বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধি নিয়ে এসে এরাজ্যের পঞ্চায়েত দফতরের কাজ সামনে থেকে দেখানোর ব্যবস্থা করেছে কেন্দ্র। বিশেষ করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, নির্মল বাংলা অভিযানের মতো রাজ্যের কাজ বারবার প্রশংসিত হয়েছে। তাই রাজনৈতিক বিরোধিতা থাকলেও ফের একবার মমতার কাজের মডেলকেই দেশের সামনে তুলে ধরতে চলেছে মোদীর কেন্দ্র সরকার। সূত্র: ওয়ান ইন্ডিয়া আর/০৭:১৪/০৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2H4Pphl
March 04, 2018 at 01:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top