কলকাতা, ০৬ মার্চ- ত্রিপুরায় বামদুর্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) গেরুয়া ঝড়ে বিধ্বস্ত রাজ্যের রাজনীতি। ওই বিজয়ের পরই বিজেপি হুঙ্কার দিয়েছিল এবার বাংলা, পারলে সামলা। এর জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন, আগে দিল্লি সামলা, পরে ভাববি বাংলা। সোমবার এক প্রশাসনিক জনসভায় সেই সুর আরও এক ধাপ চড়িয়ে মমতা বললেন, ওদের টার্গেট নাকি বাংলা! আর বাংলা বলে, আমাদের টার্গেট দিল্লির লালকেল্লা। চলো, দিল্লি চলো। চলো, লালকেল্লা চলো। মমতা আরও বলেন, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্লোগানে বিশ্বাস করি। তাই আগামী দিনে বাংলা দেশ জয় করবে। তার বদলে বাংলা নিজে কিছু নেবে না। সবার পাশে দাঁড়াবে। সবাইকে নিয়ে লড়াই করবে। সবাইকে নিয়ে দেখাবে, বাংলা যা পারে, আর কেউ পারে না। ত্রিপুরায় বিজেপি ঝরের পর আগামী বছরের লোকসভা ভোটে তাদের রুখতে নড়েচড়ে বসেছে আঞ্চলিক দলগুলো। এতে সামিল হতে চান মমতাও। আর/১৭:১৪/০৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oLxsO2
March 06, 2018 at 11:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top