দেশে ফিরতে আগ্রহী দাউদ ইব্রাহিম

থানে, ৭ মার্চঃ মোস্ট ওয়ান্টেড মাফিয়া ডন দাউদ ইব্রাহিম দেশে ফিরতে আগ্রহী। মঙ্গলবার এমনটাই জানালেন আইনজীবী শ্যাম কেসওয়ানি। তিনি আরও বলেন, দাউদ দেশে ফিরতে চাইলেও যে শর্ত দেওয়া হয়েছে তা ভারত সরকার কখনই মানবে না।

গতকাল থানে আদালত চত্বরে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, আত্মসমর্পণের ব্যাপারে রাখা শর্তগুলির মধ্যে একটি হল তাঁকে মুম্বইয়ের উচ্চ নিরাপত্তা বেষ্টিত আর্থার রোড জেলে রাখতে হবে। আগেও প্রাক্তন মন্ত্রী তথা আইনজীবী রাম জেঠমালানির মাধ্যমে নিজের দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন দাউদ ইব্রাহিম। সেবারও ভারত সরকার তাঁর শর্ত মেনে নেয়নি। জানা গিয়েছে, দাউদের ভাই ইকবাল ইব্রাহিম কাসকারের হয়ে আদালতে লড়ছেন শ্যাম কেসওয়ানি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2oR8SuY

March 07, 2018 at 01:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top