কলকাতা, ১৫ মার্চঃ দেশের মধ্যে সবচেয়ে সুশাসিত শহরের তালিকায় দ্বিতীয় স্থান দখল করল কলকাতা। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্রের পুনে। অ্যানুয়াল সার্ভে অফ ইন্ডিয়াজ সিটি সিস্টেম ২০১৭-র রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। রিপোর্টটি তৈরি করেছে জনগ্রহ সেন্টার ফর সিটিজেনশিপ অ্যান্ড ডেমোক্রেসি নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শহরগুলির প্রশাসনিক কাজ খতিয়ে দেখার পাশাপাশি ৮৯টি প্রশ্নের ওপর ১০ এর মধ্যে নম্বর দেওয়া হয়েছে। রিপোর্টের তালিকায় ২০টি রাজ্যের ২০টি শহর স্থান পেয়েছে। সর্বাধিক ৫.১ পয়েন্ট পেয়েছে পুনে। ৪.৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে কলকাতা। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে তিরুবনন্তপুরম ও ভুবনেশ্বর। দিল্লি ও মুম্বই রয়েছে যথাক্রমে ষষ্ঠ ও নবম স্থানে। সবার শেষে রয়েছে বেঙ্গালুরু।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2IqOr0f
March 15, 2018 at 12:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন