শ্রীমঙ্গল শহরে ভয়াবহ অগ্নিকান্ড : ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শ্রীমঙ্গল প্রতিনিধি::    সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পৌর শহরের স্টেশন রোডের সোনার বাংলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের পর প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সহকারী স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, ‘আগুনে মার্কেটের ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, বিদ্যুৎ শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2GocX4Z

March 31, 2018 at 06:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top