ডাক্তারি পড়ার নিয়ম বদল, বিপাকে পড়ুয়ারা

নয়াদিল্লি, ১২ মার্চঃ বিদেশে ডাক্তারি পাঠক্রমে ভরতির ক্ষেত্রে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট (নিট) এ বসা বাধ্যতামূলক করা হয়েছে। সিবিএসই-র করা এই ঘোষণায় বেশ বিপাকে ফেলে দিয়েছে বিদেশে ডাক্তারি পড়তে ইচ্ছুক পড়ুয়াদের।

১০ মার্চ সিবিএসই-র তরফে জানানো হয়, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট সংশোধন করে এমসিআই এই নতুন নিয়ম চালু করেছে। এই নিয়মে বলা হয়েছে, বিদেশে কোনো প্রতিষ্ঠানে ডাক্তারি পড়তে হলেও এ বার থেকে প্রার্থীদের নিট-এ বসতেই হবে। এ বছর ৬ মে নিট-এর দিন স্থির হয়েছে। ওই পরীক্ষায় বসার জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ মার্চ। নতুন নিয়ম সম্পর্কে মেডিকেল কাউন্সিল গত ৮ মার্চ সিবিএসই-কে অবহিত করলেও, সিবিএসই তারও দুদিন পরে বিষয়টি তাদের ওয়েব সাইটে দেয়। ফলে নতুন নিয়ম জেনে রাতারাতি আবেদনপত্র পূরণ করে জমা দেওয়া অনেকের ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2p57LYV

March 12, 2018 at 09:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top