নয়াদিল্লি, ১৬ মার্চঃ আগেই মমতাকে সমর্থন জানিয়েছিলেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা। পরপর তিনটি টুইট করে বিজেপি সরকারকে সমালোচনা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবী প্রধানমন্ত্রী পদে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন ‘শটগান’। এবার মমতার গুণমুগ্ধদের সেই তালিকায় নয়া সংযোজন বর্ষীয়ান আইনজীবী বিজেপির প্রাক্তন সাংসদ জেঠমালিনি। সম্প্রতি, বিক্ষুদ্ধ বিজেপি সাংসদ যশবন্ত সিনহা ও অরুণ শৌরিকে পাঠানো এক চিঠির মাধ্যমে তৃণমূলনেত্রীকেই ভারতের আগামী প্রধানমন্ত্রী রূপে দেখার ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, অতীতে মমতার বহু বিরুদ্ধাচারণ করেছেন, যার জন্য তিনি দুঃখিত। বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূলনেত্রীর সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে রাম বলেন, সরাসরি মোদিকে টক্কর দেওয়ার সাহস রাখেন মমতা। তাঁর অনারম্বর, সৎ জীবনযাপন অন্যদের কাছে প্রেরণা হয়ে উঠতে পারে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2HDdETO
March 16, 2018 at 10:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন