হোলির আনন্দে বাড়তে পারে বন্যপ্রাণীদের হত্যা

জলপাইগুড়ি, ১ মার্চঃ  হোলির আনন্দে বাড়তে পারে বন্যপ্রাণী নিধনের সংখ্যা। হোলির আনন্দ পালনের জন্য আদিবাসীরা বন্যপ্রাণীদের হত্যা করতে পারে। গোয়েন্দা রিপোর্টে এই খবর পাওয়ার পরই সজাগ হয়েছে বন বিভাগ। তাই এসএসবি ও পুলিশকে সঙ্গে নিয়ে নজরদারি চলছে গোরুমারা, জলদাপাড়া, বক্সা ও মহানন্দা সহ চাপড়ামারির জঙ্গলে। হোলির দু’দিন উত্তরবঙ্গের জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, ‘হোলির সময় আমরা কড়া নিরাপত্তা দিচ্ছি। জেলাজুড়েই নিরাপত্তায় থাকবে পুলিশ।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FJCC4s

March 01, 2018 at 11:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top