স্কুলে তাণ্ডব উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের

রায়গঞ্জ, ৩১ মার্চঃ পরীক্ষায় কড়া গার্ড দেওয়ায় স্কুলে ব্যাপক তাণ্ডব চালালো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। শনিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কাশিবাটি হাইস্কুলে। এই স্কুলে কর্ণজোড়া হাই স্কুল, মোহনবাটী হাইস্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষার সিট পড়েছে।

এদিন পরীক্ষা শেষ হওয়ার পর একদল পরীক্ষার্থী স্কুলের আসবাবপত্র ভাঙতে শুরু করে। শব্দ শুনে শিক্ষকরা বাধা দিতে গেলে তাঁদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ। ছাত্রদের তাণ্ডবে স্কুলটি রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। তবে তার আগেই অভিযুক্ত ছাত্ররা স্কুল চত্বর থেকে পালিয়ে যায়। অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে সেন্টার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GqFTJe

March 31, 2018 at 06:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top