তুফানগঞ্জে অস্ত্র সহ গ্রেফতার তিন

কোচবিহার, ২০ মার্চঃ প্রচুর অস্ত্র সহ তিনজনকে গ্রেফতার করল তুফানগঞ্জ থানার পুলিশ। আজ সাংবাদিক বৈঠকে কোচবিহার জেলা পুলিশ সুপার ডা. ভোলানাথ পান্ডে জানান,  গত তিনদিন ধরে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে তুফানগঞ্জ থানার পুলিশ। তিনি জানান, শনিবার রাতে তুফানগঞ্জের তেরঙ্গি থেকে প্রভাকর দাস ও জৈনুর রহমান নামে দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি পিস্তল, সাত রাউন্ড গুলি ও ছয়টি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। পরদিন তাদের তুফানগঞ্জ কোর্টে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এরপর তাদের জেরা করে সোমবার তুফানগঞ্জের কালিবাড়ি থেকে নারায়ণ বর্মন নামে আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে দুটো পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারে অস্ত্রের এই রমরমায় দুশ্চিন্তায় পড়েছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2G8mhso

March 20, 2018 at 06:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top