আন্তর্জাতিক নারী দিবসে কুনওয়ার বাঈকে স্মরণ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৮ মার্চঃ আন্তর্জাতিক নারী দিবসে স্বচ্ছ ভারত অভিযানের ম্যাসকট কুনওয়ার বাঈয়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি লিখেছেন, ‘স্বচ্ছ ভারত অভিযানে তাঁর অবদান ভোলার নয়। তাঁর এই কাজে আমি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। ছত্তিশগড় সফরের সময়ে কুনওয়ার বাঈয়ের থেকে আশীর্বাদ চাওয়ার মুহূর্তটা সবসময় মনে পড়ে।’

প্রধানমন্ত্রী এদিন তুলে ধরেছেন ছত্তিশগড়ের ১০৬ বছরের বৃদ্ধা কুনওয়ার বাঈয়ের কথা। তাঁর জীবনযাত্রায় একমাত্র উপার্জনের পোষ্য ছাগলটিকে তিনি বিক্রি করে দিয়েছিলেন গ্রামে শৌচালয় গড়ার জন্য।

চলতি বছরের শুরুর দিকে প্রয়াত হয়েছেন কুনওয়ার বাঈ। প্রধানমন্ত্রীর কথায়, তবু তিনি সেই সব মানুষের হৃদয়ে থেকে গিয়েছেন, যাঁরা বাপুর স্বচ্ছ ভারতের স্বপ্নপূরণের চেষ্টা করেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2G4AiFe

March 08, 2018 at 01:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top