বিমানবন্দরে আটক চিনা ব্যবসায়ী

কলকাতা, ১৬ মার্চঃ  রাজ্যে শিল্প সম্ভাবনা খতিয়ে দেখতে গত ১ মার্চ কলকাতায় পা রাখেন চিনের বিশিষ্ট শিল্পপতি ওউ। কিন্তু কলকাতা বিমানবন্দরের আধিকারিকরা তাঁকে ঢুকতে বাধা দেন। চিনের কনসাল জেনারেল মা ঝানউ ভারত-চিন বৌদ্ধ সংস্কৃতি বিনিময় সংক্রান্ত একটি আলোচনাচক্রে এই অভিযোগ করেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের অধীনে। চিনের শিল্পপতিকে বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ এবং হতাশ কলকাতার চিনা দূতাবাস। চিনের রাষ্ট্রদূত জানিয়েছেন, বেজিং বন্ধুত্বের হাত বাড়াতে চাইলেও নয়াদিল্লি তাতে ঠিকমতো সায় দিচ্ছে না। তিনি জনান, ওউ তাঁদের দেশের যথেষ্ট সম্মানীয় শিল্পপতি। অথচ তাঁকে রাজ্যে  প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এটা অত্যন্ত হতাশাজনক।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2HCU6z5

March 16, 2018 at 11:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top