ঢাকা, ০৩ মার্চ-অবশেষে চূড়ান্ত দুঃসংবাদই পেল বাংলাদেশ ক্রিকেট দল।শ্রীলঙ্কার মাটিতে আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্ট নিদাহাস ট্রফিতে ইনজুরির কারণে কোনো ম্যাচই খেলতে পারবেন না সাকিব আল হাসান। তার পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজে দলের নেতৃত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পরিবর্তে টাইগারদের ১৬ সদস্যের দলে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসকে যোগ করা হয়েছে। দেশের মাটিতে গত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে বাঁহাতের কণিষ্ঠ আঙ্গুলে গুরুতর চোট পান সাকিব। পরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজও খেলা হয়নি তার। তবে বলা হয়েছিল নিদাহাস ট্রফিতে শুরুর দিকে খেলতে না পারলেও, টুর্নামেন্টে থাকবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছিটকেই পড়তে হলো। ইনজুরির কারণে কিছুদিন আগে সাকিব থাইল্যান্ডে গিয়ে চিকিৎসাও করিয়ে এসেছেন। কিন্তু তার পুরোপুরি সুস্থ হতে আরও বিশ্রামের প্রয়োজন। নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ ছাড়া তৃতীয় দল হিসেবে খেলবে ভারত। বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন দাশ, নুরুল হাসান সোহান, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি ও আরিফুল হক। আগামী ৬ মার্চ উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের মোকাবিলা করবে টিম ইন্ডিয়া। দুদিন পর বিরাট কোহলিদের চ্যালেঞ্জ জানাবে টাইগাররা। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে দুবার করে একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল ১৮ মার্চ। একমাত্র ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এক নজরে দেখে নিন কবে কোন ম্যাচ থাকছে: ৬ মার্চ (মঙ্গলবার) শ্রীলঙ্কা বনাম ভারত ৮ মার্চ (বৃহস্পতিবার) বাংলাদেশ বনাম ভারত ১০ মার্চ (শনিবার) শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ১২ মার্চ (সোমবার) শ্রীলঙ্কা বনাম ভারত ১৪ মার্চ (বুধবার) বাংলাদেশ বনাম ভারত ১৬ মার্চ (শুক্রবার) শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ১৮ মার্চ (রোববার) ফাইনাল সূত্র: বাংলানিউজ২৪ এমএ/ ০২:৪৪/০৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2F6mrgf
March 03, 2018 at 08:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top