আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেন পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস

লস অ্যাঞ্জেলেস, ৭ মার্চঃ পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের কথা আগেই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ২০০৬ থেকে ২০০৭ সাল নাগাদ ওই সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সম্পর্ক প্রকাশ্যে না আনার জন্যে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ড্যানিয়েলকে ১,৩০,০০০ ডলার দেওয়ার কথা জানাজানি হয়ে যায়। এবার সেই চুক্তি প্রসঙ্গেই মুখ খুললেন পর্নস্টার স্টর্মি। ট্রাম্পের বিরুদ্ধে আদালতে অভিযোগ তুললেন তিনি। তিনি জানিয়েছেন, গোপন কথা প্রকাশ্যে না আনার কোনও চুক্তিতে সই করেননি ট্রাম্প। ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন সই করেছিলেন। ওই চুক্তিপত্রে ট্রাম্পের স্টেজ নাম ডেভিড ডেনিসন এবং পর্নস্টারের নাম রয়েছে পেগি পিটারসন হিসেবে। সাইড লেটার চুক্তিতেই দুজনের আসল নাম লেখা আছে ক্লিফোর্ড এবং ট্রাম্প। ট্রাম্প ওই চুক্তিতে সই না করায় ক্লিফোর্ড দাবি তুলেছেন, সেটিকে বাতিল হিসেবে চিহ্নিত করা হোক।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Hd3U2w

March 07, 2018 at 05:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top