বিশ্বনাথে এবার চোরাই গরু ও ব্যবহৃত লাইটেস গাড়ি আটক

IMG_20180324_213953_755বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে এবার চোরাই গরুবাহী একটি মাইক্রো (লাইটেস ঢাকা-গ-১১-৮২২০) গাড়ি আটক করে পুলিশে দিলেন জনতা। আজ শনিবার উপজেলার লামাকাজি ইউনিয়নের গোলচন্দর বাজারে চোরাই গরুবাহী লাইটেস গাড়ি আটক করলেও গরু চোররা পালিয়ে যায়। খবর পেয়ে থানার এসআই সবুজ কুমার নাইডুর নেতৃত্বে একদল পুলিশ চোরাই দুটি গরু ও গরু চুরির কাজে ব্যবহৃত গাড়িটি রাত ৮টায় থানায় নিয়ে আসেন। গরুগুলো শুক্রবার রাতে ছাতক উপজেলার বাহীবুলি নোয়াগাঁও গ্রামের আবদুল মছব্বির বাড়ির গোয়াল ঘরে তালা ভেঙে চুরেরদল গরুগুলো চুরি করে নিয়ে আসে বলে থানা পুলিশ সূত্রে জানাযায়।

লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া স্থানীয় লোকজনের বরাত দিয়ে  জানান, শনিবার সকাল বেলায একটি মাইক্রো (লাইটেস) গাড়ির ভিতরে দুটি গরু কয়েকজন চোর গোলচন্দর বাজার দিয়ে যাচ্ছে দেখেন বাজারের মসজিদের ইমাম। এসময় তিনি স্থানীয় লোকজনকে ডেকে গাড়িটি আটক করেন। তবে গরু ও চোরাই গরুবাহী গাড়ি আটক করলেও গরু চোররা পালিয়ে যায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ গরু ও গাড়ি থানায় নিয়ে যায় বলে তিনি জানান।

এব্যাপারে থানার এসআই সবুজ কুমার নাইডু বলেন, চোরাই গরু ও গাড়ি থানা নিয়ে আসা হয়েছে। গরুগুলো ছাতক উপজেলা থেকে চোররা নিয়ে আসে। তবে গরুর মালিক পাওয়া গেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, গত শুক্রবার উপজেলার বন্ধুয়া গ্রাম থেকে একটি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা চোরাই গরুসহ চার চোরকে আটক করে থানা পুলিশে সোর্পদ করেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2G2yWhs

March 24, 2018 at 09:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top