সুরমা টাইমস ডেস্ক:: বয়স তার মাত্র ৭ বছর। ভারতের মুম্বাইয়ের অর্পিত নামের এই শিশুটি স্বপ্ন দেখে বড় হয়ে পুলিশ কর্মকর্তা হবে। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মারণব্যাধি ক্যান্সার। চিকিৎসকরা জানিয়ে দিয়েছে, তার ব্রেইন ক্যান্সার যে স্তরে পৌঁছে গেছে তাতে হাতে বেশিদিন সময় নেই।
এই খবর শুনে শিশুটির ইচ্ছাপূরণে এগিয়ে আসে ‘মেক আ উইশ’ নামের একটি এনজিও। তারা মরণাপন্ন রোগীর শেষ ইচ্ছা পূরণে যথাসাধ্য চেষ্টা চালায়। সম্প্রতি মুম্বাই পুলিশের সাথে যোগাযোগ করে তাদের ডিপার্টমেন্টে অর্পিতকে একদিনের জন্য নিয়োগের অনুরোধ জানায় তারা ।
নিরাশ করেনি পুলিশ। পাঠিয়ে দেয় নিয়োগপত্র। দেয়া হয় পুলিশের পোশাকও। সেই পোশাক পরে শিশুটির চোখ খুশিতে চকচক করে ওঠে। স্যালুট ঠুকে গিয়ে বসে যায় অফিসে তার জন্য নির্ধারিত চেয়ারে। দিব্যি ফাইলপত্রে ‘সই’ও করল। এসব দেখে পুলিশের বড় কর্মকর্তাদের চোখেও আবেগে পানি এসে গেল। হয়তো এই অর্পিত হতে পারতো ভবিষ্যতে একজন বড় পুলিশ কর্মকর্তা। -এনডিটিভি
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2pHPTmf
March 26, 2018 at 12:28AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন