কলকাতা, ১৭ মার্চ- ট্রেনযাত্রীদের জন্যে সুখবর! শহরতলীর মানুষদের জন্যে ট্রেনে বিশেষ গুরুত্ব দিতে চায় মোদী সরকার। আর সেজন্যে আলাদা নীতি আনার কাজে হাত দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনটা জানিয়েছেন নীতি আয়োগের অন্যতম পরামর্শদাতা রাকেশ রঞ্জন। সম্প্রতি শহরের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। রাকেশ রঞ্জন আরও বলেন, শহরতলির ট্রেনে যাত্রীদের একটা বড় অংশ যাতায়াত করে। তাই তার গুরুত্ব ক্রমশ বাড়ছে। সেই কারণেই একটি আলাদা নীতি আনার বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কিছুই চূড়ান্ত হয়নি। প্রসঙ্গত, মুম্বই বা কলকাতার মতো শহরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লোকাল ট্রেন। অথচ অপারেটিং লস আয়ের তুলনায় খরচ যেটুকু বাড়ছে, তার অনেকটাই দখল করে রাখছে এই শহরতলির ট্রেন। আরও পড়ুন: প্রথম নারী পুরোহিত হিসেবে বিয়ে পড়ালেন নন্দিনী তিনি আরও বলেন, যেখানে মোট যাত্রীর ৫৩ শতাংশ শুধু শহরতলির ট্রেনে যাতায়াত করেন, সেখানে তা থেকে আয় আসে রেলের মোট আয়ের সাত থেকে আট শতাংশ। গত সাত-আট বছরে সেই ছবি খুব একটা বদলায়নি। আর সেজন্যেই শহরতলীর ট্রেনের বিষয় ভাবা হচ্ছে বলে দাবি তাঁর। তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১০:১৩/১৭ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2GETZnu
March 17, 2018 at 04:13PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন