রাস্তা পুনর্নির্মানের দাবিতে পথ অবরোধ

রাঙ্গালিবাজনা, ৯ মার্চঃ রাঙ্গালিবাজনা থেকে ফালাকাটা ব্লকের দেওগাঁও হয়ে পাঁচ মাইল পর্যন্ত বেহাল ১৩ কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তা পুনর্নির্মানের কাজ শুরু হয়েছিল ডিসেম্বর মাসে। তবে দু’সপ্তাহ কাজ চলার পর বন্ধ হয়ে যায় কাজ। ভাঙাচোরা রাস্তায় ধুলোর জন্য চলাচল করাই মুশকিল হয়ে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। রাস্তা পুনর্নির্মানের দাবিতে শুক্রবার সকাল থেকেই দেওগাঁওয়ের একাধিক জায়গায় দফায় দফায় পথ অবরোধ শুরু করলেন এলাকাবাসীরা। সকাল সাতটা নাগাদ দেওগাঁওয়ের গোবিন হাটে পথ অবরোধ করে দেওগাঁও অঞ্চল নাগরিক মঞ্চ।

খবর পেয়ে ছুটে যান দেওগাঁও গ্রামপঞ্চায়েতের প্রধান সুশীল দাস। রবিবারের মধ্যে তিনি কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলে বেলা ১০.১৫ মিনিট নাগাদ অবরোধ ওঠে। এদিকে, দেওগাঁও হাইস্কুলের সামনে বেলা দশটা থেকে পথ অবরোধ শুরু করে দেওগাঁও হাইস্কুলের ছাত্রছাত্রীরা। অবরোধে শামিল হন স্থানীয় বাসিন্দারাও। সুশীল বাবু বলেন, মাটি নিয়ে সমস্যার জেরে কাজ বন্ধ হয়েছে। সমস্যা মিটতে চলেছে। ছাত্রছাত্রীদের সাথে আলোচনা হয়েছে। পৌনে এগারোটা নাগাদ অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা।

তথ্য ও ছবিঃ মোস্তাক মোরশেদ হোসেন

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2G877B8

March 09, 2018 at 01:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top