মুম্বাই, ২৪ মার্চ- ৩৪ কোটি টাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সংসার পাতা হল না বিরাট কোহলির। আনুশকা শর্মাকে নিয়ে গৃহপ্রবেশের আগেই ৩৬ তলার গগনচুম্বী ফ্ল্যাট বাতিলের খাতায় ফেলে দিলেন ভারত অধিনায়ক। মুম্বাইয়ের ওরলি সি লিঙ্ক এলাকায় ৩৪ কোটি টাকা ব্যায়ে ৭০০ ফুটের অ্যপার্টমেন্ট কিনেছিলেন বিরাট কোহলি৷ সঙ্গে চারটি গাড়ি রাখার মতো পার্কিং স্লটও ছিল কোহলির মালিকানায়৷ ওমকার ১৮৭৩ প্রজেক্টের টাওয়ার সির এই অ্যাপার্টমেন্ট বিরাট কোহলির বিশেষ পছন্দের ছিল বলে শোনা গিয়েছিল৷ আরও পড়ুন: পিএসএলের ফাইনালে নেই তামিম কোহলি এবং তার ম্যানেজমেন্ট সংস্থা সিলমোহর না দিলেও শোনা যাচ্ছে এই অ্যাপার্টমেন্টের বুকিং বাতিল করেছেন কোহলি৷ গত ২০ মার্চ চুক্তি বাতিল হওয়ার পর ২১ মার্চ এই মর্মে রেজিস্ট্রেশনও হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে৷ আকাশ ছোঁয়া অ্যাপার্টমেন্টের মায়া ত্যাগ করে কোহলি একটি পেন্টহাউস কিনতে আগ্রহী৷ বান্দ্রার ওয়েস্টার্ন সাবার্বসে একটি পেন্টহাউস বিরাটের পছন্দ হয়েছে বলে জানা গেছে৷ সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১৭:১৪/২৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2G14m7Z
March 24, 2018 at 11:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top