এয়ারটেল পেমেন্টস ব্যাংকের ৫ কোটি টাকা জরিমানা

নয়াদিল্লি, ১০ মার্চঃ  সুনীল মিত্তালের এয়ারটেল পেমেন্টস ব্যাংককে ৫ কোটি টাকা জরিমানা করল রিজার্ভ ব্যাংক। পেমেন্টস ব্যাংক এবং আরবিআই-এর নিয়ম না মেনে কাজ করার জন্যই এই জরিমানা হয়েছে এয়ারটেলের। শুক্রবার এক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছেন, গ্রাহকদে সম্মতি না নিয়েই তাঁদের নামে এয়ারটেল পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এর আগে এয়ারটেল গ্রাহকদের আধার তথ্য কাজে লাগিয়ে পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠেছিল সুনীল মিত্তালের সংস্থার বিরুদ্ধে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2p3Psmc

March 10, 2018 at 07:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top