বিলাসবহুল হোটেলগুলিতে প্রশিক্ষণ দেবে সিআইএসএফ

নয়াদিল্লি, ১০ মার্চঃ ফের ২৬/১১ এর মত হামলা ঘটলেও যাতে তার মোকাবিলা পারে পাঁচতারা হোটেলগুলোকে পরামর্শ দেবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স(সিআইএসএফ)৷ কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স ৪৯-তম রাইজিং ডে-র সেলিব্রেট করছে। তার আগে এই বিষয়ে সিআইএসএফ-এর তরফে একটি ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। প্রাথমিক ভাবে একটি কনসালটেন্সি ফি নিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে এই নিরাপত্তারক্ষী সংস্থার তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে, পাঁচতারা হোটেলগুলিতেও চিঠি পাঠানো হবে৷

কোথায় কত ডিগ্রি কোনে ক্যামেরা বসানো হবে ক্যামেরা তা বলে দেবে সিআইএসএফ। রাখতে বলা হবে উপযুক্ত নিরাপত্তাকর্মীও৷ দেওয়া হবে প্রশিক্ষণ। দেখানো হবে কীভাবে সবকিছু কন্ট্রোল করতে হয়৷ সেই সঙ্গে ইনস্টল করতে বলা হবে ইমার্জেন্সি গ্যাজেট৷ কীভাবে ব্যবহার করতে হবে, সেবিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে হোটেলকর্মীদের। এর জন্য এক একটি বিলাসবহূল হোটেলে খরচ পড়বে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা৷ সবকিছু হয়ে গেলে সিাইএসএফ এক্সপার্টরা পরিদর্শনে যাবেন৷

সম্প্রতি ২৮টি প্রাইভেট স্কুলে নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ দিয়েছে সিআইএসএফ৷



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Gcp15M

March 10, 2018 at 07:00PM
10 Mar 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top