বেঙ্গালুরু, ১৮ মার্চঃ প্রতারণার তালিকা থেকে বাদ যাননি রাহুল দ্রাবিড়ও। অভিযোগ, বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থা বিক্রম ইনভেস্টমেন্টে অধিক সুদের আশায় ২০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। সুদ তো দূর, আসল টাকাটাই পুরোটা ফেরত পাননি তিনি। ফেরৎ পান ১৬ কোটি টাকা। বাকি চার কোটি টাকা এখনও পাননি। ওই সংস্থার বিরুদ্ধে সদাশিব নগর থানায় অভিযোগ করেন দ্রাবিড়।
জানা গিয়েছে, দ্রাবিড় ছাড়াও সাইনা নেহওয়াল, প্রকাশ পাড়ুকোন সহ ৮০০ জনেরও বেশি বিনিয়োগকারী ওই সংস্থায় ৩০০ কোটিরও বেশি টাকা রেখেছিলেন। প্রতারণার শিকার তাঁরাও। চলতি মাসের তিন তারিখ এক ব্যক্তি অভিযোগ করেন, ওই সংস্থায় তিনি ১১.৭৪ টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। এরপরেই একের পর এক প্রতারণার কথা প্রকাশ্যে আসে।
ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাঘবেন্দ্র শ্রীনাথ সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সংস্থার ম্যানেজার তথা প্রাক্তন ক্রীড়া সাংবাদিক সূত্রম সুরেশও। তদন্তকারীরা জানিয়েছেন, ওই সংস্থা বছরে ৪০ থেকে ৫০ শতাংশ সুদ দেওয়ার প্রলোভন দেখিয়েছিল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2GEXHNS
March 18, 2018 at 07:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন