কলকাতা, ২৩ মার্চ- ভাড়া না দেওয়ার অভিযোগে বাড়ি থেকে বের করে দেওয়া হল বিশিষ্ট নাট্যকার মনোজ মিত্রকে। একইসঙ্গে বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হল প্রবীণ অভিনেতার নাটকের যাবতীয় সরঞ্জাম। চলতি সপ্তাহে বৃহস্পতিবারে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার যতীন দাস রোডের সুন্দরম নামের বাড়িটিতে। ওই বাড়িটি ভাড়া নিয়ে দীর্ঘ ৬০ বছর ধরে নাটকের মহড়া করে যাচ্ছে মনোজ মিত্রের নাটকের দল সুন্দরম। অভিযোগ ৫৭ নম্বর যতীন দাস রোডের বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সুন্দরমের যাবতীয় কাগজপত্র, নথি থেকে ছবি-নাটকের খসড়া সব টান মেরে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। যদিও হামলাকারীদের দাবিই, সবকিছু হয়েছে আদালতের নির্দেশ মেনেই। আইনগতভাবে কোনও ভুল হয়নি তাদের। জানা গিয়েছে, মনোজবাবুর নাটকের দল সুন্দরম তাদের ঘরের ভাড়ার টাকা রেন্ট কনট্রোলে জমা দিত। কিন্তু এই উৎখাত কীসের ভিত্তিতে কবে আদালতের নির্দেশ জারি হল? এই বিষয়ে স্পষ্ট করে কেউ কিছুই বলতে পারেনি। এমনই জানিয়েছেন ওই নাটকের দলের এক সদস্য। আরও পড়ুন: অবৈধ আতসবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ আক্রান্ত নাট্যকার মনোজ মিত্রের কাছে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, আমি নয়, আক্রান্ত আমার দল। তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১১:৩৫/২৩ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2G74m2o
March 23, 2018 at 05:35PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন