নয়াদিল্লি, ১৬ মার্চঃ জাতীয় সংগীতে সংশোধন চেয়ে রাজ্যসভায় প্রস্তাব দিলেন কংগ্রেসের সাংসদ রিপুন বরা। তিনি জাতীয় সংগীতে ‘সিন্ধু’ শব্দের পরিবর্তে ‘উত্তর–পূর্ব ‘ শব্দটির প্রবেশ করানোর আরজি জানান। এ বিষয়ে সাংসদ বলেন, ‘উত্তর–পূর্ব’ ভারতের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যে দেশের জাতীয় সংগীতে ভারতের উত্তর–পূর্বের কোনও উল্লেখ নেই। অন্যদিকে, সিন্ধুকে জাতীয় সংগীতের অন্তর্ভুক্ত করা হয়েছে। যা বর্তমানে ভারতের অংশ নয় পাকিস্তানের অংশ।’
এর আগেও ২০১৬ সালে শিবসেনার সদস্য অরবিন্দ সাওয়ান্ত এই একই ইস্যু নিয়ে লোকসভাতে সরব হয়েছিলেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DyaBKa
March 16, 2018 at 06:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন