ঢাকা, ১০ মার্চ- জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ আক্তার। অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বড় পর্দার পাশাপাশি বিভিন্ন দিবসের বিশেষ নাটকেও তাকে দেখা যায়। তবে বর্তমানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পা-তে বেশি সময় দিচ্ছেন তিনি। আর সে কারণে মাঝে অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন তিনি। গতকাল বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি আয়োজিত জয়া আলোকিত নারী-২০১৮ অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন নিপুণ। আরও পড়ুন: ২৩ বছর পর রেজানুর রহমানের নাটকে আসাদ শিগগিরই এই নায়িকার নতুন ছবি ধূসর কুয়াশা মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত মুন্না। ছবিতে আরো অভিনয় করেছেন পুষ্পিতা পপি। আসছে ১৬ মার্চ ছবিটি মুক্তি পাচ্ছে। ২০০৮ সালে হুমায়ূন আহমেদ রচিত সাজঘর ও ২০০৯ সালে চাঁদের মতো বউ ছবির মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। একের পর এক ছবিতে কাজ করতে করতে নিজেকে চলচ্চিত্র অঙ্গনেই ব্যস্ত করে তোলেন। সবশেষ নিপুণের অভিনীত এবং ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় অজ্ঞাতনামা ছবিটি কম্বোডিয়ার রাজধানী নমপেনে ৫৭তম এশিয়া-প্যাসিফিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে সেরা চলচ্চিত্র হিসেবে ঘোষিত হয়। ছবিটি পরিচালনা করেন তৌকীর আহমেদ। এ ছবিতে মোশাররফ করিমের বিপরীতে তার অভিনয় প্রশংসিত হয়। সূত্র: আরটিভি অনলাইন আর/১২:১৪/১০ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FxFel7
March 10, 2018 at 08:05PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন