ভোলাহাটে মাদক বিক্রি ও সেবনের দায়ে যুবকের ২ বছরের জেল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদক সেবন ও বিক্রির দায়ে আলাউদ্দীন নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। দন্ডপ্রাপ্ত আলাউদ্দীন ধরমপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা  উপজেলা পরিষদের উত্তর গেটের বাইরে তেলপিাড়া গ্রামের প্রবেশ পথে অভিযান চালায়। এসময় আলাউদ্দীনকে ৪৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। ওই সূত্র জানায় আটকের সময় আলাউদ্দীন নেশাগ্রস্থ ছিল।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) পিএম ইমরুল কায়েশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১), ৯(ক) ধারায় ২ বছরের বিনা কারাদন্ড প্রদান করেন।

 চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৭-০৩-১৮



from Chapainawabganjnews http://ift.tt/2I84Fvf

March 07, 2018 at 04:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top