কলকাতা, ৩১ মার্চঃ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হল আজ। শনিবার নবান্নে প্রশাসনের এক উচ্চপর্যায়ের বৈঠকে জানানো হল ভোটের চূড়ান্ত দিন।
নবান্ন সূত্রে খবর, ভোট হবে তিন দফায়। প্রথম দফার ভোট হবে ১ মে। দ্বিতীয় দফায় ভোট হবে ৩ মে। তৃতীয় দফায় ভোট হবে ৫ মে। ভোট গণনা ৮ মে। ৪৮,৬৫৬ গ্রাম পঞ্চায়েতে ভোট হবে। ভোটের বিজ্ঞপ্তি জারি ২ এপ্রিল। মোট ভোটার ৫ কোটি ৮ লক্ষ।
প্রথম দফায় ভোট হবে নদীয়া, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।
দ্বিতীয় দফায় ভোট হবে বীরভুম, মুর্শিদাবাদ
তৃতীয় দফায় ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JaH7pR
March 31, 2018 at 04:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন