জলপাইগুড়ি, ১১ মার্চঃ ট্রেন যাত্রীদের পানীয় জলের সুবিধা পৌঁছে দিতে পরিশ্রুত পানীয় জলের কাউন্টার খোলা হল জলপাইগুড়ি টাউন স্টেশনে। স্টেশন মাস্টার উমেশ কুমার রবিবার কাউন্টারটি উদ্বোধন করেন। জানা গিয়েছে, বেসরকারি সংস্থাকে বরাত দেওয়া এই কাউন্টার থেকে ১ টাকায় ৩০০ মিলিলিটার জল পাওয়া যাবে। এছাড়া জলের কন্টেনার নিলে বাড়তি ৩ টাকা দিতে হবে ক্রেতাকে। ৩ টাকায় ৫০০ এমএল জল, ৮ টাকায় ২ লিটার এবং ৫ লিটার জলের জার পাওয়া যাবে মাত্র ২০ টাকায়। জলের কাউন্টার খোলা থাকবে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত। কাউন্টারে একজন কর্মীকে রাখা হবে।
জলপাইগুড়ি টাউন স্টেশন সুত্রে খবর, আইআরসিটিসি এই পানীয় জল প্রকল্পের বরাত দিয়েছে অ্যাপেক্স নামে একটি কোম্পানিকে। এছাড়া উত্তরপুর্ব রেলের কাটিহার ডিভিশনে অধিনে থাকা ৫৪টি ষ্টেশনে সুলভ মুল্যে পানীয় জলের কাউন্টারের সুবিধা পাবেন যাত্রীরা। এর জন্য এক একটি ষ্টেশনে ৫ লক্ষ টাকা খরচ করে অত্যাধুনিক মেশিন বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে।
সংবাদদাতাঃ দিব্যেন্দু সিনহা
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tyf5Rr
March 11, 2018 at 05:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন