বহিরাগতদের প্রবেশ রুখতে উত্তপ্ত এনবিইউ

শিলিগুড়ি, ২৬ মার্চঃ সকাল থেকেই উত্তেজনা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্ত্বরে। অভিযোগ, বহিরাগতরা বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রকে মারধর করেছে। জানা গিয়েছে, আজ সকাল সাড়ে ৮টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া ও গবেষক ল মোড়ের মাঠে ক্রিকেট খেলতে যায়। সেখানে আগে থেকেই ফুটবল খেলছিল বহিরাগত একদল যুবক। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অনুরোধ সত্ত্বেও তাদের খেলার জায়গা দেয়নি বহিরাগতরা। এই নিয়ে দু’পক্ষে বচসা ও পরে হাতাহাতি শুরু হয়। মারধর করা হয় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সকাল ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পড়ুয়ারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তালাবন্ধ করে দেওয়া হয় বিভিন্ন ডিপার্টমেন্ট। ক্লাস করতে এসেও ফিরে যান অনেক পড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের সমস্ত রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখানো হয়। বিশ্ববিদ্যালয়ের অধিকারিকরা এলে তাদেরকেও ঘেরাও করা হয়।

লাইব্রেরির সামনে অবস্থান বিক্ষোভে নামে আন্দোলনকারী ছাত্ররা। এরপর লিখিতভাবে তাঁদের অভিযোগ জমা দেন রেজিস্ট্রার দিলীপ সরকারের কাছে। অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এই প্রতিশ্রতি পেয়ে বিক্ষোভ তুলে নেওয়া হয়।

দিলীপ সরকার জানান, থাত্রদের বিক্ষোভ ন্যায়সঙ্গত। বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধরের ঘটান দুর্ভাগ্যজনক। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ভিসি এলে তাঁর সঙ্গে এবিষয়ে আলোচনা হবে। আজ থেকে খেলার মাঠ এবং এনবিইউ-এর ক্যাম্পাসে বহিরাগতদের ঢোকার ওপর চলবে নজরদারি। পরিচয়পত্র থাকলে তবেই ঢোকা যাবে ক্যাম্পাসে।

তথ্য ও ছবিঃ শুভঙ্কর চক্রবর্তী

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pE8PU2

March 26, 2018 at 02:59PM
26 Mar 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top