কলকাতা, ৬ মার্চঃ নারদকাণ্ডে সিবিআইকে তথ্য দিতে অস্বীকার করল মোবাইল প্রস্তুতকারী সংস্থা অ্যাপল।
নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েলের আইফোন সংক্রান্ত তথ্য জানতে চেয়ে কিছুদিন আগে অ্যাপল-কে চিঠি দেয় সিবিআই। সেই আর্জি খারিজ করে দেয় অ্যাপল। বিদেশমন্ত্রকের মাধ্যমে ফের অ্যাপলকে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। সূত্রের খবর, নারদকাণ্ডে স্টিং অপারেশন যে আইফোন থেকে করা হয়েছিল, তা ফোন থেকে ডিলিট করে দেন ম্যাথু। সেই তথ্যপ্রমাণ উদ্ধারের জন্যই অ্যাপলের দ্বারস্থ সিবিআই।
মঙ্গলবার ফের সিবিআই দফতরে যান ম্যাথু স্যামুয়েল। আইফোন সংক্রান্ত তথ্য জানতেই আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2oTfNTG
March 06, 2018 at 02:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন