কলকাতা, ০৬ মার্চ- রাজ্যের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে ও প্রসারিত করতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। আরও চারটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে রাজ্যে। এগুলি হবে আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ও মুর্শিদাবাদে। রাজ্যের শিক্ষামন্ত্রী বিধানসভায় এই পরিকল্পনার কথা বলেছেন। মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গে চারটি বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে সেখানকার ছাত্রছাত্রীদের অনেকটা এগিয়ে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। উচ্চশিক্ষার জন্য অনেক দূরের পথ পাড়ি দিতে হবে না। উচ্চশিক্ষাকে ছড়িয়ে নিয়ে যেতে মমতা সরকার উদ্যোগী হয়েছে। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ইতিমধ্যে আটটি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রাজ্যে গড়ে উঠেছে। সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেটে ১৬২.৫ কোটি টাকা মঞ্জুরও করা হয়েছে। শুধু বিশ্ববিদ্যালয়ই নয়, পিছিয়ে পড়া এলাকায় কলেজ তৈরিতেও সরকার উদ্যোগ নিয়েছে। ২০১১ সাল পর্যন্ত রাজ্যে মাত্র ৩৫টি সরকারি কলেজ ছিল। ইতিমধ্যে তা বেড়ে ৬৫টি হয়ে গিয়েছে। সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের সংখ্যা ৪৫০টিতে পৌঁছে গিয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বেড়ে ৪ লক্ষ হয়েছে। এছাড়া ৩০৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজ্যে ন্যাক-এর সার্টিফিকেট পেয়েছে। এছাড়া নিরাপত্তা বাড়াতে কলেজ ক্যাম্পাসে বহিরাহগতদের প্রবেশ নিষিদ্ধ করা ও সিসিটিভি বসানোর কাজ করছে সরকার। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এমএ/ ১০:১১/ ০৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2HbVw3o
March 07, 2018 at 04:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top