একাদশ আইপিএলে নতুন জার্সিতে মাঠে নামার আগে বিশ্ব রেকর্ড গড়লেন ঋদ্ধিমান সাহা। শনিবার জেসি মুখার্জি ট্রফিতে ২০ বল সেঞ্চুরি (১০২) রানের দুর্দান্ত ইনিংস খেলেন টিম ইন্ডিয়ার টেস্ট উইকেটকিপার ব্যাটসম্যান। আইপিএল-১১ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠে নামবেন ঋদ্ধি। তার আগে সবুজ-মেরুন জার্সিতে নজির গড়লেন ৩৩ বছরের বাঙালি। তার ব্যাটিং সাইক্লোনে বিএনআর-কে ১০ উইকেট হারায় মোহনবাগান। ২০ ওভারে ১৫১ রান তাড়া করতে নেমে মোহনবাগান মাত্র ৭ ওভারে কোনও উইকেট না-হারিয়ে ম্যাচ জিতে নেয় সবুজ-মেরুন। ঋদ্ধির ওপেনিং পার্টনার শুভময় দাস ২২ বলে ৪৩ রানে অপরাজি থাকেন। ঋদ্ধি এদিন ২০ বলে ১৪টি ছয় ও চারটি বাউন্ডারি মেরে ১০২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই সবচেয়ে কম বলে সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ৫১০। যা অবিশ্বাস্য! আইপিএলে ৩০ বলে সেঞ্চুরি রয়েছে ক্রিস গেইলের। একাদশ আইপিএল নিলামে টিম ইন্ডিয়ার ৩৩ বছরের টেস্ট উইকেটকিপার ব্যাটসম্যানকে ৫ কোটি টাকায় কেনে সানরাইজার্স হায়দ্রাবাদ। এ বছর ঋদ্ধিকে ছেড়ে দেয় প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাব। অবিশ্বাস্য ইনিংসের পর ঋদ্ধি বলেন, প্রথম বল থেকে হিট করি। বল ব্যাটের মাঝখানে লাগছিল। রেকর্ড নিয়ে মাথা ঘামায় না। তবে আইপিএলের জন্য নানা ধরনের শর্ট মারার চেষ্টা করি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১০:১৪/২৪ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2I2m1sk
March 25, 2018 at 06:01AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন