নয়াদিল্লি, ১৬ মার্চঃ তিন দশক পর নতুন জাতীয় বন নীতি তৈরি করছে কেন্দ্র। নয়া নীতির খসড়াটি ইতিমধ্যেই আলোচনার জন্য প্রকাশিত হয়েছে। নববর্ষের শুরুতেই জাতীয় বন নীতি নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
নতুন এই নীতিতে দীর্ঘমেয়াদি বনসংরক্ষণের মাধ্যমে উষ্ণায়নের মোকাবিলার পাশাপাশি, বন্যপ্রাণী ও মানুষের আন্তসম্পর্ক বৃদ্ধি এবং সবুজ ধ্বংস প্রতিরোধের উপরও জোর দেওয়া হয়েছে। এ ছাড়া, ভারতের মোট ভূখন্ডের এক-তৃতীয়াংশ জমিকে বনভূমির আওতায় নিয়ে আসার পরিকল্পনাও করা হয়েছে ‘জাতীয় বন নীতি ২০১৮’-য়।
এর আগে শেষবার জাতীয় বন নীতি তৈরি হয়েছিল ১৯৮৮ সালে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2HDSpl6
March 17, 2018 at 12:34AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন