সেনার হাতে আসতে চলেছে আধুনিক এলএমজি এবং রাইফেল

নয়াদিল্লি, ২৪ মার্চঃ পাকিস্তান ও চিনের সীমান্তে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর জন্যে অত্যাধুনিক লাইট মেশিন গান, ক্লোজ কোয়ার্টার ব্যাটেল কারবাইন এবং অ্যাসল্ট রাইফেল কেনার উগ্যোগ নিল সরকার।  প্রাথমিক পর্যায়ে টেন্ডার ডাকা হয়েছে ৭২৪০০ অ্যাসল্ট রাইফেল, ৯৩৮৯৫ ক্লোজ কোয়ার্টার ব্যাটেল কারবাইন এবং ১৬৪৭৯টি লাইট মেশিন গান কেনার জন্য। এই সব কিনতে খরচ পড়বে প্রায় ৫৩৬৬ কোটি টাকা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ueULVz

March 24, 2018 at 11:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top