ইরাকে নিখোঁজ ৩৯ জন ভারতীয় মৃতঃ সুষমা স্বরাজ

নয়াদিল্লি, ২০ মার্চঃ ইরাকে নিখোঁজ ৩৯ জন ভারতীয় মৃত। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ আজ একথা জানালেন। তিন বছর আগে মসুলে ভারতের ভারতের ৩৯ জন ভারতীয়কে অপহরণ করে আইসিস জঙ্গি। ২০১৪ সালে নিখোঁজ হন তাঁরা। নিখোঁজদের জন্য এক মিনিটের নিরবতা পালন করা হয়।

নিখোঁজদের বেশিরভাগই পঞ্জাবের। এছাড়া ওডিশা, রাজস্থান ও পশ্চিমবঙ্গের বাসিন্দাও ছিলেন৷ ২০১৪ সালে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর যুদ্ধবিধ্বস্ত মসুলে কাজের খোঁজে গিয়েছিলেন তাঁরা। মসুল ছেড়ে আসতে বাধা দেওয়া হয় তাঁদের। সেখান থেকেই অপহরণ করা হয় তাঁদের।

হরজিত মাসিহ নামে একজন পালাতে সক্ষম হন। তাঁর দাবি, ওই বছরই ১৫ জুন বাদুসের কাছে মরুভূমিতে নিয়ে গিয়ে আইএস বাকি ৩৯ জনকে গুলি করে হত্যা করেছে।

গত বছর জুলাইতে আইএসের হাত থেকে উদ্ধার হয় মসুল। সেখানে একের পর এক গণ কবরের খোঁজ মেলায় গত বছর কয়েকজন সাংসদ ও ইরাক সরকারের পরামর্শ মেনে নিখোঁজ ৩৯ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে।

বিদেশমন্ত্রী জানান, মৃতদের মধ্যে ৩১ জন পঞ্জাবের, ৪ জন হিমাচলের ও ২ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। ৩৯ জনের মধ্যে ৩৮ জনের ডিএনএ নমুনা মিলে গিয়েছে। বাকি একজনের ৭০ শতাংশ মিলেছে। তাঁদের দেহাবশেষ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ppEpUm

March 20, 2018 at 11:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top