বিশ্বনাথে স্ত্রী হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার

784555-2বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি ::সিলেটের বিশ্বনাথে স্ত্রী লুবনা বেগম হত্যাকান্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬মার্চ) দুপুরে রিমান্ডে নেয়া একমাত্র আসামি হেলাল মিয়ার দেয়া তথ্যের ভিত্তিত্বে উপজেলার জানাইয়া এলাকার একটি ধানী জমিতে থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।
হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম।
মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান মিজান সাংবাদিকদের জানান, দুই সন্তানের জননী লুবনা বেগম হত্যায় মামলায় রিমান্ডে থাকা আসামি হেলালের দেয়া তথ্যমতো ঘটনাস্থলের একটি দূরে ধানের জমি থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, স্ত্রী লুবনা বেগম হত্যাকারী একমাত্র আসামি স্বামী হেলাল মিয়াকে গত ২৮ ফেব্রুয়ারী ভোর বেলায় সুনামগঞ্জ জেলার দোয়ারবাজার উপজেলার বীরেন্দ্র নগর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৫ মার্চ) হেলালকে দুইদিনের রিমান্ডে আনা হয়।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি বিকেলে স্ত্রী লুবনা বেগমকে গলা কেটে খুন করেন তার স্বামী হেলাল মিয়া। লুবনা উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর মেয়ে। প্রায় ১০ বছর পূর্বে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আল-আমিন (৯) ও নাজিফা বেগম (৩) নামে তাদের দু’সন্তান রয়েছে। হত্যার তিন দিনের মাথায় লুবনার বড় ভাই বাদী হয়ে হেলাল মিয়াকে একমাত্র আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা করেন।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pkxFaq

March 16, 2018 at 09:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top