মুম্বই, ২৩ মার্চঃ জব ভিসা নিয়ে এবার কড়া হল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় কাজ করতে যাওয়ার জন্য এতদিন দক্ষ বিদেশী কর্মীদের কাছে সবচেয়ে জনপ্রিয় ছিল সাবক্লাস ৪৫৭ ভিসা। চলতি মাসের ১৮ তারিখ থেকে সেই ভিসা বাতিল করল অস্ট্রেলিয়ার সরকার। তার পরিবর্তে চালু করা হয়েছে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা বা টিএসএস।
নতুন টিএসএস ভিসার মাধ্যমে বিদেশী কর্মীরা কাজ করতে পারবেন। জানা গিয়েছে, যারা নতুন কাজের খোঁজে সে দেশে যান অথবা যে সব ভারতীয় পড়ুয়া অস্ট্রেলিয়ার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন তাঁদের ক্ষেত্রেও চাকরি পাওয়া এবার কঠিন হয়ে উঠবে। ভিসা সলিউশনস অস্ট্রেলিয়ার ম্যানেজিং ডিরেক্টর ড্যন এঙ্গেলস জানিয়েছেন, শর্ট টার্ম টিএসএস ভিসা নিয়ে যাঁরা সে দেশে যাবেন, তাঁরা ভবিষ্যতে স্থায়ী বসবাসের জন্যে আবেদন করতে পারবেন না।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2GdjY7L
March 23, 2018 at 12:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন