ঢাকা, ২৭ মার্চ- দক্ষিণ এশিয়ান আর্চারিতে বাংলাদেশকে প্রথম সোনার পদক এনে দিয়েছেন ইব্রাহিম শেখ রিজওয়ান। প্রতিযোগিতার তৃতীয় আসরে এরপর আরও পাঁচটি সোনা জিতেছে স্বাগতিকরা। রিকার্ভ পুরুষ এককের ফাইনালের দুই প্রতিযোগীই বাংলাদেশের হওয়ায় এ ইভেন্টে স্বাগতিকদের সোনা নিশ্চিত হয়েছিল আগেই। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) মঙ্গলবার ফাইনালে রোমান সানাকে ৬-২ সেটে হারিয়ে সেরা হন ইব্রাহিম। অভিজ্ঞ রোমানকে হারিয়ে দারুণ খুশি ফরিদপুর থেকে উঠে আসা এই আর্চার। কোনো চাপ নিয়ে খেলিনি। কেননা, জানতাম রোমান ভাই আমার চেয়ে অভিজ্ঞ এবং তিনি দেশকে এর আগেও পদক এনে দিয়েছেন। তাছাড়া হারলেও আমি রৌপ্য পেতাম। তাই যে যেমন খেলুক, আমি আমারটা খেলব-এই মানসিকতা নিয়ে নেমেছিলাম। গত বছর নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো করতে না পারার হতাশা কিছুটা হলেও ভুলতে পারছেন ইব্রাহিম। দেশের হয়ে দক্ষিণ এশিয়ান আর্চারিতে প্রথম স্বর্ণ জেতা ১৭ বছর বয়সী এই আর্চারের লক্ষ্য যুব অলিম্পিকে খেলা। ওইটা প্রথম আসর ছিল, তাই একটু বেশি ভয়-ভীতি ছিল। আগে তো কখনও বিদেশি খেলোয়াড়ের সঙ্গে খেলার অভিজ্ঞতা ছিল না। তাই ভয় ছিল। ভয় পেলে তো ম্যাচ জেতা সম্ভব হয় না। দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমিই প্রথম বাংলাদেশের হয়ে স্বর্ণ জিতলাম। এ কারণে এখন আরও বেশি ভালো লাগছে। সামনের লক্ষ্য যুব অলিম্পিকে খেলা। কেননা, সবাই যুব অলিম্পিকে খেলতে চায়। ছেলেদের দলীয় রিকার্ভে রোমান, ইব্রাহিম ও তামিমুল ইসলামকে নিয়ে গড়া দল ৬-২ সেটে ভারতকে হারিয়ে সোনা জিতে। রিকার্ভ মিশ্র ইভেন্টের ফাইনালে ভারতের সুমেদ মোহোদ-হিমানী জুটিকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে সেরা হন বাংলাদেশের রোমান-নাসরিন আখতার জুটি। রিকার্ভ মেয়েদের এককের ফাইনালে ভারতের হিমানির সঙ্গে পেরে ওঠেননি নাসরিন। ৬-৩ সেটে হেরে রৌপ্য পেয়েছেন বাংলাদেশের এই আর্চার। রিকার্ভে মেয়েদের দলীয় ইভেন্টে বাংলাদেশকে ৬-২ সেটে হারিয়ে স্বর্ণ জিতেছে ভারত। কম্পাউন্ড মেয়েদের এককের দুই প্রতিযোগী বাংলাদেশের হওয়ায় সোনা নিশ্চিত ছিল এ বিভাগেও। সুস্মিতা বণিককে ১৪০-১৩৩ স্কোরে হারিয়ে সেরা হয়েছেন রোকসানা আখতার। কম্পাউন্ডের মিশ্র বিভাগ থেকে বাংলাদেশকে আরেকটি সোনা এনে দেন অসীম কুমার দাস-বন্যা আক্তার জুটি। ভারতের কুন্দেরু ভেঙ্কাটাদ্রি-ইশা কেতন পাওয়ার জুটিকে ১৫৩-১৪৮ স্কোরে হারান তারা। আরও পড়ুন: সাউথ এশিয়ান আরচারিতে বাংলাদেশের প্রথম পদক ব্রোঞ্জ জমজমাট লড়াইয়ের পর ভারতকে ২২৬-২২৫ হারিয়ে কম্পাউন্ড পুরুষ দলীয় ইভেন্টের সোনা জিতে নেয় বাংলাদেশ। দলের হয়ে খেলেন এ কে এম মামুন-অসীম কুমার দাস-আশিকুজ্জামান অনয়। মেয়েদের দলীয় কম্পাউন্ড বিভাগে ভারতের কাছে ২২৭-২২০ স্কোরে হারে বন্যা-সুস্মিতা-রোকসানায় গড়া বাংলাদেশ দল। কম্পাউন্ড পুরুষ এককের ফাইনালে ভারতের কুন্দেরু ভেঙ্কাটাদ্রিকে ১৪৪-১৪১ স্কোরে হারিয়ে স্বর্ণ জিতেছেন তারই স্বদেশি হারিশ পরশকার। ১০ ইভেন্টের মধ্যে ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ মিলিয়ে ১২টি পদক জিতে দক্ষিণ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ শেষ করেছে বাংলাদেশ। অপেক্ষাকৃত তরুণ প্রতিযোগীদের নিয়ে আসা ভারত জিতেছে ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ। সূত্র: বিডিনিউজ২৪ আর/১৭:১৪/২৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IU7sbA
March 27, 2018 at 11:16PM
27 Mar 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top