কলকাতা, ১৯ মার্চ- মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বৈঠক মহাজোটের দিকে এগোলেও তার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা তা বলার সময় এখনও আসেনি৷ বিজেপি বিরোধী দুই মুখ্যমন্ত্রীর বৈঠকের কয়েক ঘন্টা আগে আগে এই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ সোমবার কলকাতায় আসছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও৷ এদিনই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকে বসার কথা৷ লোকসভা নির্বাচনের আগে দুই মুখ্যমন্ত্রীর বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ এপ্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় এনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম থেকে ফেডেরাল ফ্রন্ট গড়ার ডাক দিয়েছিলেন৷ সোমবারের বৈঠকে ফেডেরাল ফ্রন্ট গড়ার কাজ অনেকটাই এগোবে বলে আমরা আশা করি৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্ব দেবেন কিনা তা বলার সময় এখনও আসেনি বলেই জানিয়েছেন তৃণমূলের এই প্রবীন নেতা৷ যেখানে তৃণমূলের অনেক নেতারাই বহুবার প্রকাশ্যে জানিয়েছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাঁরা দেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়ের এই মন্তব্য দলের অস্বস্তি বাড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ তবে কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন, বিজেপিকে দেশছাড়া করতে তিনি সবাইকে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত৷ প্রধানমন্ত্রীর কুর্সীর প্রতি তাঁর কোনও লোভ নেই৷ এরপরই চন্দ্রশেখর রাও কেন্দ্রে তৃতীয় ফ্রন্ট গড়ার ইঙ্গিত দিলে তিনি ফোন করে তাঁকে খোলাখুলি সমর্থন জানান৷ আরও পড়ুন:বড়সড় ধাক্কা খেলেন মুকুল! তৃণমূলেই ফিরে গেলেন রাধাকান্তবাবু ২৭ এবং ২৮ মার্চ দিল্লিতে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলকে নিয়ে প্রস্তাবিত ফ্রন্টের প্রথম বৈঠক বসছে। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি চন্দ্রশেখর রাওয়ের দলও অন্যতম আমন্ত্রিত। তৃণমূল কংগ্রেস মনে করছে, ওই বৈঠকের প্রধান মুখ হিসেবে চন্দ্রশেখরের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ও উঠে আসবেন৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১০:৫৫/১৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FSiqMQ
March 19, 2018 at 04:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top