দিল্লি, ২৬ মার্চ- বিজেপি-বিরোধী শক্তিগুলিকে একজোট করার কাজে গতি দিতে আজ, সোমবার দিল্লি গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল, মঙ্গলবার তিনি সংসদ ভবনে যাবেন। সেখানেই তাঁর সঙ্গে বেশ কয়েক জন বিজেপি-বিরোধী নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গেও সংসদে বৈঠক হতে পারে মমতার। তবে মমতার দল তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, দেখা করতে হলে রাহুলকেই মমতার কাছে আসতে হবে। সেটাই স্বাভাবিক সৌজন্য। কারণ, বয়স, রাজনৈতিক অভিজ্ঞতা সব বিষয়েই তৃণমূলনেত্রী রাহুলের থেকে অনেক বড়। তৃণমূল সূত্রের খবর, রাহুল নিজেই মমতার সঙ্গে বৈঠক করতে আগ্রহী। মমতার এই সফর বাড়তি গুরুত্ব পেয়েছে উত্তরপ্রদেশে মহাজোটের ঘোষণার পর। শনিবারই মায়াবতী সাফ জানিয়ে দিয়েছেন, সমাজবাদী পার্টির সঙ্গে তাঁর এই জোট বজায় থাকবে। এমনকি ভারতের কেন্দ্রীয় স্তরেও কংগ্রেসকে সমর্থনের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মায়া। মমতা এ বার দিল্লিতে সমাজবাদী ও বহুজন সমাজ পার্টির নেতাদের সঙ্গে কথা বলতে পারেন। সংসদ ভবনে তাঁর সঙ্গে এনসিপি, তেলুগু দেশম, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, বিজেডি, ডিএমকে, ন্যাশনাল কনফারেন্স, শিবসেনা, জেডিএস নেতারাও দেখা করতে পারেন। তৃণমূল নেতাদের দাবি, সংসদে যাঁরা আসবেন, তাঁদের সঙ্গে বুধবার মমতার দেখা হতে পারে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও তাঁর সঙ্গে দেখা করবেন। লোকসভায় গতবার মোদী ঝড়েও বিজেপি মাত্র ৩১% ভোট পেয়েছে। সেটা সম্ভব হয়েছিল বিরোধী ভোট বিভাজনের ফলে। রাজ্যে একাধিক বিজেপি বিরোধী দল থাকলে এবং তারা একজোট হলে কী ফল হয়, উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও ফুলপুর লোকসভার উপনির্বাচন তার প্রমাণ। বিরোধীদের মধ্যেও রয়েছে চোরাস্রোত। বেশ কিছু আঞ্চলিক দল বিজেপি-বিরোধী হলেও, কংগ্রেসের সঙ্গ পেতে তাদের আপত্তি। এই দলগুলির মধ্যে আছে নবীন পট্টনায়েকের বিজেডি, চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং চন্দ্রশেখর রাওয়ের টিআরএস। এই দলগুলি যদি কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএর থেকে বেশি আসনে জিতে আসতে পারে, তখন যুক্তফ্রন্ট সরকারের সময়ের পুনরাবৃত্তি হতে পারে। আপাতত বিরোধী দলগুলিকে একজোট করে আগামী দিনের সমীকরণের সলতে পাকাতেই ব্যস্ত থাকবেন মমতা। সূত্র: এই সময় এমএ/ ০১:২২/ ২৬ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ujXi0H
March 26, 2018 at 07:29PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন