তুষারপাতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল সেনা

ইটানগর (অরুণাচল প্রদেশ), ১৩ মার্চঃ প্রবল তুষারপাতের ফলে রাস্তায় আটকে পড়া ৬৮০ জন পর্যটক এবং স্থানীয় মানুষকে উদ্ধার করল ভারতীয় সেনা। অরুণাচলপ্রদেশের তাওয়াংয়ের সেলা পাসের কাছে আটকে পড়েছিলেন তাঁরা। খবর পেয়ে সোমবার বিকেলের মধ্যে উদ্ধারকাজ শুরু করে ভারতীয় সেনা। মধ্যরাতের মধ্যে আটকে থাকা সমস্ত মানুষ এবং প্রায় ৩২০টি গাড়ি নিচে নামিয়ে আনেন তাঁরা।

প্রায় ১৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই সেলা পাসে গতকাল সকাল থেকেই হালকা তুষারপাত শুরু হয়। আটকে পড়েন সকলে। তাঁদের চিকিত্সার ব্যবস্থা করে ভারতীয় সেনা। ৭ ঘণ্টার অক্লান্ত পরিশ্রমের পর প্রত্যেককে সুস্থ শরীরে নিচে নামিয়ে আনে সেনার তিনটি উদ্ধারকারী দল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2paLUyw

March 13, 2018 at 06:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top