ঢাকা, ০৪ মার্চ- জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা এই মুহূর্তে চলচ্চিত্রে অভিনয় থেকে কিছুটা দূরে আছেন। বেসরকারি টেলিভিশন চ্যানেলে এবং পূর্ণিমা নামের একটি সেলিব্রেটি অনুষ্ঠান উপস্থাপনা করে আলোচনায় এসেছেন। এই তারকা অভিনেত্রীর উপস্থাপনায় সেলিব্রেটি অনুষ্ঠান এবং পূর্ণিমা বেশ সাড়া ফেলেছে। এদিকে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব কনসার্ট ফর উইমেন। নারীদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে আইকন লেডি হিসেবে উপস্থিত থাকবেন পূর্ণিমা। কনসার্ট ফর উইমেনে সঙ্গীত পরিবেশন করবে এলআরবি, তাহসান, ন্যান্সি, ইমরান, মিনার ও বন্দনা। আরও পড়ুন: বানরের হাতে খন্তি দিলে যা হয়, তাই হয়েছে : পিয়া পূর্ণিমা বলেন, অনুষ্ঠানটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে। এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারার মধ্যে নিশ্চয়ই বেশ ভালো লাগা কাজ করবে। অনুষ্ঠানের যারা আয়োজক, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। চলচ্চিত্রের ব্যাপারে জানতে চাইলে পূর্ণিমা বলেন, দীর্ঘ পাঁচ বছর আমি অভিনয়ের বাইরে ছিলাম। আমি ভালো ছবির মাধ্যমেই কামব্যাক করতে চাই। গতানুগতিক ধারার কাজ করতে চাইছি না। এখন যে কাজ করতে চাই, তাতে ধামাকা থাকতে হবে। আমার চরিত্রের গুরুত্ব থাকতে হবে। টেলিভিশনে কাজের প্রসঙ্গে তিনি বলেন, টেলিভিশনটা আমার জন্য সহজ একটি মাধ্যম। আমি আগেও ছোটপর্দার কাজ করেছি। ঈদসহ বিভিন্ন উৎসবে অনেকেই আমাকে নাটকে দেখতে চান। নাটক ও টেলিফিল্মে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সূত্র: আরটিভি অনলাইন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2D0X3Ha
March 05, 2018 at 12:14AM
04 Mar 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top