মুম্বাই, ৮ মার্চঃ ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন চুক্তি অনুযায়ী বিরাট কোহলি পাবেন ৭ কোটি। আর মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ পাবেন মাত্র ৫০ লক্ষ। যা কিনা বিরাটের আয়ের মাত্র ৭ শতাংশ।
মিতালি রাজ, ঝুলন গোস্মামী সহ ৪ জন ক্রিকেটার এ গ্রেডে রয়েছেন। যাঁরা বছরে ৫০ লাখ টাকা করে পাবেন। বি গ্রেডের ক্রিকেটাররা বছরে ৩০ লাখ। মহিলা ক্রিকেটার জন্য নতুন চুক্তিতে সি গ্রেড চালু করল বিসিসিআই যাঁরা এই গ্রেডে রয়েছেন তাঁরা ১০ লাখ টাকা করে পাবেন। অন্যদিকে, বিরাট, রোহিত, ধাওয়ান, ভুবি, বুমরা আছেন এ প্লাস গ্রেডে। তাঁরা বছরে পাবেন ৭ কোটি। আবার ধোনি, অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মুরলি বিজয়, পূজারা, রাহানে, ঋদ্ধিমান আছেন এ গ্রেডে। তাঁরা বছরে পাবেন ৫ কোটি। এই চুক্তি কার্যকর থাকবে ২০১৮–র সেপ্টেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, দেশের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ডায়ানা এডুলজি কয়েকবছর আগে বলেছিলেন, ‘বিসিসিআই মহিলা ক্রিকেটকে কোনও গুরুত্বই দেয় না। রাখতে হয়। তাই রাখে। এই বৈষম্য ঠিক নয়। যা একপ্রকার অপমান।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Fqyk0W
March 08, 2018 at 05:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন