শন অ্যাবটকে খেলতে গিয়ে এখন বোধ হয় দুইবার ভাববেন ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে তার বাউন্সারেই পরপারে পাড়ি জমিয়েছিলেন ফিলিপ হিউজ। এবার আরও এক ব্যাটসম্যানের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান এই পেসার। তার দুর্দান্ত এক ডেলিভারি বুঝতে না পারায় মাথায় লেগে যায় ভিক্টোরিয়ার ব্যাটসম্যান উইল পুচভস্কির। অ্যাবটের বলটা ছেড়ে দিতে বসে পড়েছিলেন পুচভস্কি। সরাসরি সেটা আঘাত করে তার মাথায়। সঙ্গে সঙ্গেই মাটিতে বসে পড়েন এই ব্যাটসম্যান। সবচেয়ে বেশি ভয়টা পান অ্যাবট। ২০১৪ সালের ২৫ নভেম্বর তার বাউন্সারে আহত হয়েই দুইদিন পর মৃত্যু হয়েছিল ফিলিপ হিউজের। অস্ট্রেলিয়ান পেসার তাই ভীষণ আবেগী হয়ে পড়েন। বলটা পুচভস্কির মাথায় লাগার সঙ্গে সঙ্গেই ভয় পেয়ে ছুটে আসেন দুদলের ক্রিকেটারই। এরপর মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় পুচভস্কিকে। তবে ভাগ্য ভালো, এবার আর বড় বিপদ হয়নি। পুচভস্কির চোট গুরুতর নয় বলেই জানা গেছে। সূত্র: জাগো নিউজ২৪ আর/১০:১৪/০৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2H4zhMR
March 05, 2018 at 05:46AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top