ড. জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হচ্ছে

সুরমা টাইমস ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য মাথায় ছুরিকাহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছুরিকাহত অধ্যাপক ড.বিশিষ্ট লেখক ড. জাফর ইকবালকে  সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে কিছুক্ষণের মধ্যেই ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমদ এবং পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুল হক।
শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে ওই অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি।

হাসপাতালে উপস্থিত শাবিপ্রবি’র শিক্ষক ও সাংবাদিকরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রাশেদুন্নবীর অধীনে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক। এ ঘটনায় হামলাকারী যুবককে সঙ্গে সঙ্গে আটক করে গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2I0gdQQ

March 03, 2018 at 08:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top