এবছর ভয়াবহ আকার নিতে পারে ডেঙ্গি, ব্যাখ্যা দিলেন চিকিৎসকরা

কলকাতা, ৩ মার্চঃ গত বছরের তুলনায় এবছর বাড়বে ডেঙ্গি আক্রান্তদের সংখ্যা। এবার আরও ভয়াবহ হতে চলেছে ডেঙ্গি। এমনই আশঙ্কা করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

স্বাস্থ্য দপ্তরের গবেষকদের দাবি, চলতি বছরে ‘ডেঙ্গি ফোর’ প্রজাতির ভাইরাসের প্রকোপ বাড়বে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, যেহেতু এই ভাইরাসের প্রকোপ আগে তেমনভাবে হয়নি, তাই মানুষের শরীরে তা প্রতিরোধ করার ক্ষমতা নেই।
বিষয়টি নিয়ে জরুরি বৈঠক হয়েছে নবান্নে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, গতবারের তুলনায় এবার আরও জোরদার ভাবে করা হবে ডেঙ্গি প্রতিরোধ। জেলা থেকে শহর, সব প্রশাসনকে সতর্ক থাকতে হবে। জোর দিতে হবে সচেতনতা বৃদ্ধির ওপর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2F9FIO5

March 03, 2018 at 02:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top