বার্লিন, ১৯ মার্চ- বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ইউনুস আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব-ইউরোপিয়ান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সম্পাদক নাহার মমতাজ। বিশেষ অতিথি ছিলেন বনপ্রবাসী অধ্যাপক ড. শরিফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জার্মানির বিভিন্ন শহরে বসবাসকারী বাংলাদেশিরা। জার্মানির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন মাইন্জ সিটির মেয়র জোহানেস ক্লোমান, সিডিইউর সিনিয়র লিডার লুকাস প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও কর্ম নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। সভা পরিচালনা করেন স্নিগ্ধা বুলবুল এবং সবুজ আহমেদ। আলোচনা শেষে জার্মানি প্রবাসী শিল্পী কণা ইসলামের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমবেত জাতীয় সংগীত ও বিভিন্ন গানে অংশ নেন তাহমিনা ফেরদৌসি, মুনিম আহমেদ, জালাল আবেদীন, মিতি মারজান, কাইফ প্রমুখ। বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিশেষ কবিতা আবৃত্তি করেন অধ্যাপক ড. শরিফুল ইসলাম ও মুনিম। সূত্র: বাংলানিউজ আর/১০:১৪/১৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FXVYls
March 20, 2018 at 05:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top